Lyrics: অহংকার নিয়ে সাইমুমের গান | অহমিকা | Ohomika | সাইমুম শিল্পীগোষ্ঠী | যার মনে ছিঁটেফোঁটা | Saimum Shilpigosthi


Lyrics: অহংকার নিয়ে সাইমুমের গান | অহমিকা | Ohomika | সাইমুম শিল্পীগোষ্ঠী | যার মনে ছিঁটেফোঁটা | Egoism Song

অহংকার নিয়ে সাইমুমের গান | অহমিকা | Ohomika | সাইমুম শিল্পীগোষ্ঠী | যার মনে ছিঁটেফোঁটা | Egoism Song

SONG CREDITS :

  ♪ গান: অহমিকা (OHOMIKA)
  ♪ কথা: আবু তাহের বেলাল (ABU TAHER BELAL)
  ♪ সুর: রাআদ ইজামা (RAAD EZAMA)
  ♪ পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী (Saimum Shilpigosthi)
 

Lyrics: অহংকার নিয়ে সাইমুমের গান | অহমিকা | Ohomika | সাইমুম শিল্পীগোষ্ঠী | যার মনে ছিঁটেফোঁটা | Egoism Song

যার মনে ছিঁটেফোঁটা অহমিকা নেই
মানুষের মাঝে জানি মহীয়ান সেই,
সেই চির সদালাপী বিনয়ী বকুল-
পৃথিবীও মেতে থাকে
 তার সুবাসেই।।

কারো মনে যদি থাকে অহমিকা ঘুন
তার মহা নেকরাশি করে ফেলে খুন,
পরকাল তার হয় বিভীষিকাময়-
সুখখুঁজে পাবে না সে         
কোন সুবাদেই।।

অহমের আভরণ আল্লাহর জন্য 
এইকথা মনে রেখে হও যদি ধন্য,
বিনয়ের চাদরেই ঢেকে মনোপ্রাণ- 
মুমিনের কাতারেই হতে পারো গণ্য।

মন থেকে মুছে ফেলো অহমিকা ধুল
ফোটাতেই বিনয়ের শেফালিকা ফুল,
এপারের এজীবন মরীচিকাময়-
তাকে ফেলে সুখ খুঁজো 
তুমি ওপারেই।।


অহংকার নিয়ে সাইমুমের গান | অহমিকা | Ohomika | সাইমুম শিল্পীগোষ্ঠী | যার মনে ছিঁটেফোঁটা | Egoism Song

Previous Post Next Post